vaccine certificate download bd

vaccine certificate download

vaccine certificate download bd. ভ্যাকসিন সাটিফিকেট ডাউনলোড করতে আমরা অনেকেই জানি না।

আমাদের দেশের বেশির ভাগ মানুষ করোনার জন্য কোভিড-১৯ ভ্যাকসিন টিকা নিয়েছেন।

আবার অনেকে এই কোভিড-১৯ টীকার ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে হচ্ছে তাদের প্রয়োজনে।

vaccine certificate bd

কেউ দুই ডোজ আবার কেউ তিন ডোজ দিয়েছেন। তবে এক ডোজ দিলে টিকার ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করা যায়। তবে সেই সার্টিফিকেট কোন কাজে আসে না।

দুই ডোজ এবং তিন ডোজ যারা দিয়েছেন শুধু মাত্র তাদের সার্টিফিকেট কাজে লাগে।

তবে সার্টিফিকেট কজে লাগাতে হলে আপনাকে অন্তত দুই ডোজ টীকা কমপ্লিট করতে হবে । তার পর টীকার ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

তাহলে আপনি যদি টিকা দিয়ে থাকেন তাহলে টীকার ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করবেন সেই সম্পর্কে আরো জেনে নিন।

free certificate download templates

আমরা মোবাইল দিয়ে কি ভাবে সার্টিফিকেট ডাউনলোড করা যায় সেই সম্পর্কে আরো তথ্য জানব।

আবার কম্পিউটার দিয়ে কি ভাবে ডাউনলোড করা যায় সেই সম্পর্কে ও জানবো।

ভ্যাকসিন সার্টিফিকট ডাউনলোড করুন মোবাইল দিয়ে

আপনি মোবাইল দিয়ে দুই ভাবে কাজটি ডাউনলোড করতে পারবেন । আপনার মোবাইল অ্যাপ দিয়ে ও মোবাইলের ব্রাউজার ব্যবহার করে।

এখন দেখানো হবে অ্যাপ ব্যবহার করে কাজটি কি ভাবে করা যায়। গুগল প্লে স্টোরে প্রবেশ করতে হবে।

vaccine certificate download by mobile number

তারপর সার্চ বারে লিখতে হবে surokkha লিখলেই যে অ্যাপটি আসবে এই অ্যাপ ডাউনলোড করতে হবে।

তার পর ওপেন করতে হবে। যদি অ্যাপটি বাংলা ভাষায় থাকে তাহলে হোম পেজে দেখবনে অনেক কিছু লেখা আছে।

vaccination certificate download

এখান থেকে “টীকা সার্টিফিকেট সংগ্রহ” এখানে ক্লিক করতে হবে। এবার যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করা থাকে তাহলে “জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এখানে ক্লিক করতে হবে।

জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জাতীয় পরিচয়পত্রের দেওয়া জন্ম তারিখ নম্বর সম্পূর্ণ দিয়ে যাচাই করুন অপশনে ক্লিক করতে হবে।

আরো দেখুনঃ Bangladesh public id card check online 2022

যাচাই করুন এখানে ক্লিক করার সাথে সাথে ৬ সংখ্যার একটা ওটিপি একটা কোড আসবে। নিবন্ধন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই নম্বরে ওটিপি আসবে।

তাই নম্বর টি সাথেই রাখুন। আর যদি আপনার পাসপোর্ট যুক্ত করা না থাকে তাহলে যুক্ত করতে পারবেন।

certificate download template

পাসপোর্ট সংযুক্ত করতে না চাইলে এড়িয়ে যান এখানে ক্লিক করতে হবে। দেখবেন সাথে সাথে আপনার কোভিড ১৯ ভ্যাকসিন সার্টিফিকেট চলে এসেছে। এবার সংগ্রহ করুন এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে।

কম্পিউটারে ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করুন

কম্পিউটারে ডাউনলোড করতে হলে প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। তার পর ব্রাউজার সার্চবারে লিখতে হবে surokkha.gov.bd এবং সার্চ দিলে প্রথমে চলে আসবে বা লিংকে ক্লিক করতে পারেন । তারপর ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।

vaccine certificate download bd

এখানেও মোবাইলের মত হোম পেজে অনেক কিছু আছে। এখানে থেকে টীকা সনদ সংগ্রহ এখানে ক্লিক করুন।

আমাদের ফেইসবুক পেজঃ studybd

তারপর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম তারিখ দিয়ে ক্যাপচা কোড দিয়ে। vaccine certificate download bd

যাচাই করুন এখানে ক্লিক করতে হবে। তারপর ওটিপি আসবে। ওটিপি কোড দিয়ে ভেরিফিকেশন করে ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। vaccine certificate download bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *