সার্টিফিকেট হারিয়ে গেলে তোলার নিয়ম

সার্টিফিকেট হারিয়ে গেলে তোলার নিয়ম

সার্টিফিকেট হারিয়ে গেলে তোলার নিয়ম। আপনাকে যদি বলা হয়, শিক্ষা জীবনের মহামূল্যবান সম্পদ কি? আপনি তখন কি উত্তর দিবেন। আর আমাকে যদি এমন প্রশ্ন করা হয়, আমি এক কথায় উত্তর দিবো সার্টিফিকেট।

এটা যে কোন ক্লাসের হতে পারে। অথবা যে কোন সার্টিফিকেট হোক না কেন। এটাই আপনার জীবনের মহামূল্যবান সম্পদ।

সার্টিফিকেট কেন এতো গুরুত্বপূর্ণ

আপনার জীবনের মহামূল্যবান একটা সম্পদ আপনার সারা বছরের কষ্টে অর্জিত আপনার যে কোন পরীক্ষার সার্টিফিকেট।

যদি কোনো কারণে হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে চিন্তার আর ভোগান্তির যেনো কোনো শেষ নেই।

তবুও যাতে এরকম বিপদে পড়লে আপনার একটু হলেও সমস্যা সমাধান হয়। তার জন্য আজকের এই লেখাটি আপনাদের জন্য লেখলাম।

যদি কোনো কারণে সার্টিফিকেট হারানোর মত বিড়ম্বনায় আপনি পড়েন তাহলে সমাধান পেতে পারেন আজকের এই লেখটিতে।

আসুন তাহলে জেনে নেওয়া যাক, কি করণীয় আপনার।

সার্টিফিকেট হারালে উঠানোর নিয়ম

আপনার সার্টিফিকেট, নম্বরপত্র বা প্রবেশপত্র হারিয়ে গেলে আর দেরি না করে প্রথমে আপনার এলাকার নিকটবর্তী কোন এক থানায় একটি সাধারণ ডায়েরি বা (জিডি) করতে হবে।

সেই জিডির একটি কপি অবশ্যই নিজের কাছে রাখে দিতে হবে। তারপর যে কোনো একটি দৈনিক পত্রিকায় সেই জিডির তথ্য ও সার্টিফিকেট হারোনো বিজ্ঞপ্তি দিতে হবে।

পত্রিকায় বিজ্ঞপ্তিতে কি কি লিখতে হবে

বিজ্ঞপ্তিতে নাম, শাখা, পরীক্ষার কেন্দ্র, রোল নম্বর, পাসের সাল, বোর্ডের নাম এবং কিভাবে আপনি সাটিফিকেট, নম্বরপত্র অথবা প্রবেশপত্র হারিয়েছেন তা সংক্ষেপে উল্লেখ করতে হবে। সাথে জিডির নাম্বর লিখতে হবে।

থানায় জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তির যা করবেন

থানায় জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর আপনাকে যেতে হবে।

যে বোর্ডের অধীনে আপনি পরীক্ষা দিয়েছেন সেই শিক্ষা বোর্ডের তথ্য সংগ্রহ কেন্দ্র। শিক্ষা বোর্ডের (তথ্য সংগ্রহ কেন্দ্র) থেকে আবেদনপত্র সংগ্রহের পর নির্ভুল ভাবে ফরমটি পূরণ করতে হবে।

আরো দেখুনঃ ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে

তারপর নির্ধারিত ফি সোনালী ব্যাংকের যে কোন শাখায় ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বোর্ডের সচিব বরাবর জমা দিতে হবে। টাকা জমা হওয়ার পর আপনার আবেদনটি কার্যকর হবে। আবেদন পত্রের সঙ্গে মূল ব্যাংক ড্রাফট, পত্রিকায় বিজ্ঞপ্তির কাটিং কপি ও থানার জিডির কপি আবেদনের সাথে জমা দিতে হবে। তার ১৫ দিন পর আপনাকে আপনার শিক্ষাপ্রতিষ্ঠানে সাটিফিকেট পাঠিয়ে দেওয়া হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। এবং লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *